ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে জঙ্গী তৎপরতা রোধেও আমরা সতর্ক ॥ কাদের

প্রকাশিত: ০৪:৫০, ১ সেপ্টেম্বর ২০১৭

ঈদে জঙ্গী তৎপরতা রোধেও আমরা সতর্ক ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ আগস্ট ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবার টানা বর্ষণ এবং বন্যার কারণে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমরা দেশের সকল সড়ক-মহাসড়ক ঈদের আগেই সচল করতে পেরেছি। এবার জনগণের জন্য ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে এবং তারা নিরাপদে গন্তব্যে ফিরছে। মহাসড়কের কোথাও তেমন যানজট নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। জঙ্গী তৎপরতা প্রতিরোধেও আমরা সতর্ক রয়েছি। মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। জঙ্গী তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সসহ বিশ্বের উন্নত দেশগুলোতেও জঙ্গীতৎপরতা রয়েছে। এটা একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের জন্য এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। গুলশানের হলি আর্টিজান, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনা সরকার সফলভাবে মোকাবেলা করেছে। জঙ্গীদের এসব অপতৎপরতা প্রতিরোধে আমরা সতর্ক রয়েছি, এজন্য ইনটেলিজেন্সও কাজ করছে। রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা ও মানবিক বিপর্যয়ের কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এটা কোন চক্রান্তও হতে পারে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে মানবিক ও সামাজিক বিপর্যয় ঘটতে পারে। এমনিতেই বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি।
×