ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৭

বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার কৃষকবান্ধব মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারের জন্য কৃষককে এখন আর গুলি খেয়ে মরতে হয় না। সারের পেছনে নয়, সারই কৃষকের পেছনে ঘুরছে। বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে। বিএনপির নাম উল্লেখ না করেও তিনি বলেন, তাদের আমলে কৃষক সড়ক অবরোধ করে আন্দোলন করেছে, কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। খাদ্য উৎপাদন আগের তুলনায় বহুগুণে বেড়েছে। সাম্প্রতিক বন্যায় খাদ্য উৎপাদনে কিছু ঘাটতি হলেও বিদেশ থেকে খাদ্য আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা ও বীজ বিতরণ কালে এসব কথা বলেন।
×