ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় বাসচাপায় নারী নিহত

প্রকাশিত: ০৪:২৫, ১ সেপ্টেম্বর ২০১৭

পাকুন্দিয়ায় বাসচাপায় নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ আগস্ট ॥ পাকুন্দিয়ায় অটোরিক্সা থেকে নামার মুহূর্তে বাসচাপায় বেদেনা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর-মঠখলা সড়কের বাহাদিয়ায় ঘটনাটি ঘটে। নিহত বেদেনা খাতুন উপজেলার এগারসিন্দুর বরাবর গ্রামের হাদিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনি বাড়ি থেকে অটোরিক্সাযোগে মেয়ে সীমার বাড়ি বাহাদিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদিয়া গ্রামের রাস্তায় অটোরিকশা থেকে নামামাত্রই গাজীপুরগামী সাথী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোনারগাঁওয়ে চালকসহ দুই স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপের চালক রাসেল (২৪) ও মোস্তফা জামান (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনায় পথচারী নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর সড়কে দুর্ঘটনায় আব্দুল জব্বার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার তিয়শ্রী গ্রামে। জানা গেছে, বুধবার রাত আটটার দিকে মদনপুরের নেত্রকোনা-কেন্দুয়া সড়কের একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়ায় গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে জুঁই (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমোদাবাদে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা গুরুতর আহত হয়েছে। জুঁই উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার মিয়ার মেয়ে। দুপুরে বাড়ি থেকে অটোরিক্সায় জুঁইকে নিয়ে তার মা আখাউড়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে আমোদাবাদে বিপরীত দিক থেকে আসা বিজয়নগরগামী একটি গরুবোঝাই ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই মারা যায়। বগুড়ায় আহত ১৪ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস থেকে জানান, বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর বাজারের কাছে বৃহস্পতিবার দুপুরে রংপুরগামী রীনা পরিবহনের সঙ্গে ঢাকাগামী টি আর ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
×