ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপনে বাল্যবিয়ের চেষ্টা ॥ ১০ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৫, ১ সেপ্টেম্বর ২০১৭

গোপনে বাল্যবিয়ের চেষ্টা ॥ ১০ জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩১ আগস্ট ॥শিবচরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে বেড়ানোর কথা বলে কাজী অফিসে নিয়ে বিয়ে দেয়ার চেষ্টাকালে পুলিশ ও প্রশাসনের অভিযানে তা পণ্ড হয়ে গেছে। এসময় ভ্রাম্যমাণ আদালত মেয়েটিকে উদ্ধার করে বর-কাজীসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। একই সময় কাজীর রেজিস্ট্রেশনও বাতিল করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌর এলাকার গূয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী শিবরায়ের কান্দি গ্রামের রং মিস্ত্রির মেয়েকে তার বাড়ির লোকজন বেড়ানোর কথা বলে কাজী অফিসে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, এসআই সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল কাজী অফিসে অভিযান চালায়। অভিযানকালে কাজী আবুল হোসেন, বর মুদি ব্যবসায়ী জাকির হোসেন, তার মেজভাই জামাল হোসেন ও মেয়ের চাচা শুকুর কাজীকে এক মাস করে কারাদ-, মেয়ের ভাই রহিম মিয়া ও ছেলের মামা আবু বকরকে ১৫ দিন, চাচাত ভাই টিটু খলিফাকে ১০ দিন, ছেলের চাচা দাদন মুন্সি, দুলাভাই গিয়াস খাঁ, মেয়ের দুলাভাই আরিফ মাদবরকে এক সপ্তাহ করে কারাদ- প্রদান করেন। বাল্যবিয়ে ॥ তিন জনের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ আগস্ট ॥ বুধবার রাতে নওগাঁর নিয়ামতপুরে বাল্যবিয়ে নিরোধ আইন অমান্য করায় বর ও কনের পিতার ৭ দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার বাল্যবিয়ে নিরোধ আইন অমান্য করে উপজেলার ভাবিচা ইউপির ভাতকুন্ড গ্রামের আব্দুস সালামের নাবালিকা কন্যার সঙ্গে মান্দা উপজেলার সদলপুর গ্রামের ফজলুর রহমানের নাবালক পুত্রের বিয়ে দিয়েছে। এমন সংবাদ জানতে পারার পর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
×