ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশের কোথাও যানজট নেই ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:২৩, ১ সেপ্টেম্বর ২০১৭

দেশের কোথাও যানজট নেই ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ঈদের জামাত প্রত্যন্ত অঞ্চলে হলেও স্থানীয় জনগণের সহায়তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। তাই ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশা করি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করা সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় আইজিপি এসব কথা বলেন। আইজিপি বলেন, দেশের কোথাও যানজট নেই। কোথাও যাত্রীরা আটকা পড়ে আছে এটাও আমরা দেখছি না। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচাসহ দেশের কোন স্থানে যানজট নেই। মানুষ শান্তিপূর্ণভাবে কোন ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছে। নিরাপত্তাও ভাল আছে। আমরা কোন ছিনতাই, ডাকাতির কথা শুনিনি। গরুর গাড়ির থামিয়ে কেউ চাঁদাবাজি করেছে এ ধরনের কোন অভিযোগও আমরা পাইনি।
×