ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে মেডিক্যাল রিপোর্ট তৈরিতে অভিনব জালিয়াতি!

প্রকাশিত: ০৪:২২, ১ সেপ্টেম্বর ২০১৭

যশোরে মেডিক্যাল রিপোর্ট তৈরিতে অভিনব জালিয়াতি!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মেডিক্যাল টেস্টের রিপোর্ট তৈরি করতে যশোরে চিকিৎসক স্বাক্ষরিত দুই হাজার ২০০ খালি পাতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে একতা হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতাল থেকে দুই হাজার খালি পাতা ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০০ খালি পাতা জব্দ করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হাসপাতাল দুটি এ প্রতারণায় আশ্রয় নেয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের দেয়া তথ্যমতে, স্বাস্থ্য অধিদফতরের অনুমতি ছাড়াই যশোর শহরের দড়াটানার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। সেখানে সরকার নির্ধারিত ফি’র চেয়ে দশগুণ বেশি নেয়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং নির্ধারিত ফি’র মূল্য তালিকা টাঙানো ছিল না। এছাড়া মেডিক্যাল টেস্টের রিপোর্ট তৈরি করতে ডাঃ শামসুদ্দিন আহমেদ খান স্বাক্ষরিত ২০০ খালি পাতা রাখা ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের ম্যানেজার খায়রুজ্জামানের নামে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে যশোরের নামকরা একতা হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতাল ৪০ শয্যার অনুমতি নিয়ে ৬০ শয্যা পরিচালনা করছিল। এ প্রতিষ্ঠানের নার্স ও টেকনিশিয়ানদের কোন পেশাগত সনদ নেই। অপারেশন থিয়েটারে ব্যবহৃত কাঁচিতে মরিচা ধরা, ব্যবহৃত গজ এবং অপরিষ্কার ব্যান্ডেজ ছিল। শুধু তাই নয়, মেডিক্যাল টেস্টের রিপোর্ট তৈরি করতে ডাক্তার এটিএম জাহিদুল ইসলাম স্বাক্ষরিত দুই হাজার খালি পাতা রেখেছিল হাসপাতালটি। এ প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার সিরাজুল ইসলামের নামে মামলা দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
×