ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় পেট্রোলের আগুন দিয়ে সন্তান হত্যা

প্রকাশিত: ০৪:২০, ১ সেপ্টেম্বর ২০১৭

নেত্রকোনায় পেট্রোলের আগুন দিয়ে সন্তান হত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ আগস্ট ॥ জেলা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক এলাকার মাহবুব তার চার বছরের শিশু সন্তানকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। নিহত শিশুর নাম আবির। মাহবুব নিজেও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে একই পরিবারের আরও তিনজন আগুনে দগ্ধ হয়। তারা হলেন: মাহবুবের বাবা জামাল মিয়া, মা মঞ্জুরা বেগম ও ছোট ভাই মাহফুজ। তাদের নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মাহবুব তার মা মঞ্জুরা বেগম এবং ছোট ভাই মাহফুজের কাছে কিছু টাকা পেত। ওই টাকা নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মাহবুব তার মোটরসাইকেলটির বিভিন্ন অংশ কেটে পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। পরে তার শিশুসন্তান আবিরের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং নিজ গায়ে আগুন দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অন্যরাও দগ্ধ হন। অগ্নিদগ্ধ শিশু আবিরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত তিনটার দিকে মারা যায়। রাজশাহীতে বৃদ্ধা স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, একজোড়া কানের দুলের জন্য এক বৃদ্ধাকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে নগরীর উপকণ্ঠ কাপাশিয়া মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম জমেলা বিবি (৮০)। তিনি ওই এলাকার মৃত এমাজ আলীর স্ত্রী। ৯ মেয়ের বিয়ে দেয়ার পর বাড়িতে একাই থাকতেন জমেলা। ঘুমাতেন বাড়ির উঠোনের একটি চৌকিতে। বৃহস্পতিবার সকালে ওই চৌকির ওপরই তার লাশ পাওয়া যায়। নিহতের স্বজনদের বরাত দিয়ে আক্তারুজ্জামান চৌধুরী জানান, ওই বৃদ্ধার দুই কানে সোনার তৈরি দুটি দুল ছিল। লাশ উদ্ধারের সময় দুল পাওয়া যায়নি। কান ছিল ছেঁড়া এবং রক্তাক্ত। এছাড়া গলায় দাগ দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বৃদ্ধার কানের দুল নিতে তাকে গলাটিপে হত্যা করেছে। গাজীপুরে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, এক স্কুলছাত্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার লাশ বিটিসিএলের একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জনি (১৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে এবং টিএ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। জানা গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে নলজানির গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের উত্তরে বিটিসিএলের সেগুন বাগানের একটি পুকুর পারে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। যশোরে গৃহবধূ স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, যশোর সদরের হোগলাডাঙ্গায় জুলি নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাড়িতে খুন হয়েছেন বলে স্বজনরা দাবি করেন। জুলি যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে এবং একই উপজেলার হোগলাডাঙ্গার হায়দার আলীর ছেলে গোলাম রসুলের স্ত্রী। এ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী গোলাম রসুলকে আটক করেছে পুলিশ। পটিয়ায় যুবক নিজস্ব সংবাদদাতা, পটিয়া থেকে জানান, অজ্ঞাতনামা এক যুবককে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ভেসে দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার একটি পুকুর থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। যার আনুমানিক বয়স ২৫ বছর।
×