ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৪:২০, ১ সেপ্টেম্বর ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিপিন-কমল ফাউন্ডেশনের উদ্যোগে জেলার আগৈলঝাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারের সভাপতিত্বে এলাকার গরিব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এ সময় উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ হিরন্ময় হালদার, ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন উপস্থিত ছিলেন। তালতলীতে ৩৫০ ঘর আলোকিত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩১ আগস্ট ॥ তালতলী উপজেলার গাবতলী গ্রামের ৩৫০ ঘর বৈদ্যুতিক আলোতে আলোকিত হয়েছে। বৃহস্পতিবার এ বৈদ্যুতিক আলোর উদ্বোধন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের ছোটবগী আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম সুদেব কুমার সরকার।
×