ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ১ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বৃহস্পতিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম বোরহান উদ্দিন (২৮)। সে ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বাসিন্দা মোঃ জালাল মিয়ার ছেলে। নিহত অপরজনের (২৫) পরিচয় জানা যায়নি। নিহত বোরহানের বাবা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর স্টেশনরোড এলাকায় কপিকলের (চেইন-কোপ্পা) দোকান রয়েছে বোরহানের। বোরহান জয়দেবপুর থানার ইটাহাটা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের পশ্চিম পাশের ক্যাপ তৈরির একটি কারখানা থেকে এমব্রয়ডারিসহ কয়েকটি ভারি মেশিন ট্রাকে তুলে দেয়ার চুক্তি নেয়। সে অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কপিকল দিয়ে মেশিন ট্রাকে তুলতে গিয়ে কপিকল স্থাপনের কাজ করছিল ৬ শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ওপরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে কপিকলের খুঁটির স্পর্শ হলে বোরহানসহ ছয় শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
×