ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা ॥ সাবেক ওসির ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:১৮, ১ সেপ্টেম্বর ২০১৭

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা ॥ সাবেক ওসির  ১০ বছরের  কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩১ আগস্ট ॥ আলোচিত ছাত্রলীগ নেতা ওয়াহিদ্দুজামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরিফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন। আলোচিত এ মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, এসআই রফিকুল ইসলামসহ বিএনপির পাঁচ নেতাকর্মী। জানা যায়, ২০০২ সালের ২০ মার্চ তাহিরপুর উপজেলা বাদাঘাট কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদ্দুজামান শিপলু নৃশংসভাবে খুন হন। পাবলিক প্রসিকিউটর কবির রুমেন বলেন, ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাহিরপুর থানার ওসিকে আদালত ১০ বছরের কারাদ- দিয়েছে। কিন্তু অন্য আসামিদের খালাস দেয়ায় আমরা সংক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। তিনি জানান, কারাদ- পাওয়া সাবেক ওসি শরিফ উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। আসামি পক্ষের আইনজীবী আবদুল হক বলেন, আমরা মামলার রায়ে খুশি, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত ৭ আসামির মধ্যে ৬ জনকেই খালাস দিয়েছে।
×