ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন পদ্ধতিতে আইপিও আবেদন

মক টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:০৩, ১ সেপ্টেম্বর ২০১৭

মক টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিক্সড প্রাইস পদ্ধতিতে সব আইপিও আবেদনে এখন থেকে ইলিজিবিল ইনভেস্টরদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম বা ইএসএস পদ্ধতি ব্যবহার করতে হবে। আর পদ্ধতি চালু করার জন্য আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মক টেস্ট অনুষ্ঠিত হবে। সব ইলিজিবিল ইনভেস্টরকে এদিন মক টেস্টে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত ৬ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্, ২০১৫-এর সর্বশেষ সংশোধনীর গেজেট প্রকাশ করে। এই সংশোধনী অনুযায়ী, এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস)-এর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। উল্লেখ্য যে, আসন্ন ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড-এর আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আইপিও আবেদন ইএসএস প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে।
×