ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়াল

প্রকাশিত: ০৪:০২, ১ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫০ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। দিনটিতে প্রধান বাজারের সার্বিক সূচকটি বহু প্রতীক্ষিত ৬ হাজার পয়েন্ট ছাড়াল। এর আগে বেশ কয়েক বারই ৬ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই করে আবার নিচে নেমে গেছে সার্বিক সূচকটি। গত ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের সূচক ছিল ৬ হাজার ৫৫ পয়েন্ট। যদিও ওই সূচকটি ছিল পুরাতন সূচক। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৬৮ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৫২ কোটি ২৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ১৪ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২২ পয়েন্টে এবং ১২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির এবং কোন পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো - লংকা-বাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিবিএস ক্যাবল এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিকস, মবিল যমুনা এবং প্রাইম ব্যাংক। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৩ কোটি ৯৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, বিবিএস ক্যাবল, এবি ব্যাংক এবং আরএকে সিরামিকস।
×