ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৩:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৭

ফিরে দেখা

ভিআইপি গরু দাম কম! শরীফুল ইসলাম ॥ ২৮ আগস্ট বিকেল সাড়ে ৫টা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফুট রাস্তার কোরবানির পশুর হাট পরিদর্শনে যাই। বিশাল এই হাটে অনেক গরু বিক্রির জন্য আনা হলেও সে তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম। এ সময় এক গরু ব্যবসায়ী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে উচ্চৈঃস্বরে বলতে থাকেন ‘ভিআইপি গরু দাম কম’। এই গরু ব্যবসায়ী কুষ্টিয়া থেকে বড় বড় ২০টি গরু নিয়ে এসেছেন। প্রতিটি গরুই দেখতে সুন্দর। আর এ কারণেই হয়তো তিনি এগুলোকে ভিআইপি গরু বলছেন। এক ক্রেতা একটি গরুর দাম জিজ্ঞেস করলে ৫ লাখ টাকা দাম হাঁকেন। পরে ওই ক্রেতা দরকষাকষি করে তার কাছ থেকে একই সাইজের ২টি গরু ৩ লাখ ৭০ হাজার টাকায় কিনেন। এ অবস্থা দেখে সেখানে উপস্থিত এক ব্যক্তি বলেন, বিক্রেতা তো ঠিকই বলেছেন ‘ভিআইপি গরু দাম কম’। তা না হলে যেখানে একটি গরুর দাম হাঁকা হয় ৫ লাখ টাকা সেখানে একই সাইজের ২টি গরু কি করে ৩ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন। মাস্তানি কর শাহীন রহমান ॥ যে মহল্লায় থাকি আমি ছাড়াও আরও কয়েকজন চেনা-অচেনা সাংবাদিকের বসবাস সেখানে। সবার সঙ্গে পরিচয় না থাকলেও বিভিন্ন চ্যানেলের গাড়ি নিয়ে আসা-যাওয়া করতে দেখা যায়। সবাই হয়ত রিপোর্টার নন। তবে সাংবাদিক পরিচয় থাকার কারণে অনেকে আচার-আচরণ অনেকটা অস্বাভাবিক। সামান্য ঘটনায় একটু বেশি ভাব দেখানোর চেষ্টা করেন। সম্প্রতি বাসা থেকে বের হয়েছি। এ্যাসাইমেন্টের কাজে। গলির মুখে দেখলাম একটি চ্যানেলে গাড়ি ঘুরার চেষ্টা করা হয়েছে। তার পেছনে মেডিক্যাল এ্যাপ্রোন পরা কয়েকজন ছেলেমেয়ে দল বেঁধে আসছে। মনে হলো ডেল্টা কলেজ হাসপাতালে ছাত্রছাত্রী। না দেখে গাড়ি ঘুরানোর কারণে পেছন দিক থেকে আসা একজন ছাত্রের গায়ে কিছুটা ধাক্কা লাগে। ছাত্রটি পেছন থেকে গাড়িকে থাবা মেরে ড্রাইভারকে সতর্ক করার চেষ্টা করে। আর এতে গাড়ির ভেতরে বসে থাকা ব্যক্তি (মনে হয় ওই চ্যানেলে কোন সাংবাদিক হবেন) মেজাজ গরম হয়ে যায়। তিনি গাড়ি থেকে বের হয়েই উত্তেজিত ভাষায় কথা বলতে থাকে। ছাত্রটি যতই বুঝায় আমার গায়ের ওপর উঠে পড়ছিল গাড়িটি। লোকটি ততই মেজাজ চড়া করে তাদের মারতে উদ্যত হলেন। বললেন মাস্তানি কর। মাস্তানি শিখিয়ে দেব।
×