ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলডিসিতে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ বাংলাদেশ

প্রকাশিত: ২২:২৮, ৩১ আগস্ট ২০১৭

এলডিসিতে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার॥ পন্য রপ্তানিতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। ২০১৬ সালে বাংলাদেশের মোট রপ্তানি দাঁড়িয়েছে ৩৪.৯৫ বিলিয়ন ডলার। এ সময়ে আমদানি করা হয়েছে ৪১.৪৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাঙ্গোলা। দেশটি আলোচ্য বছরে ২৫.১৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এসময় এলডিসিভুক্ত দেশগুলোর মোট রপ্তানি হয়েছে ১৪৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার; যা এর আগের বছর থেকে ৬ শতাংশ কম। রিপোর্টে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। এরপরে আছে মিয়ানমার, ইথিওপিয়া এবং কম্বোডিয়া। ২০১৬ সালে এলডিসিভুক্ত দেশগুলোর যৌথভাবে আমদানি কমেছে। এসময় গতবছরের তুলনায় আমদানি কমেছে ৩ শতাংশ। ২০১৬ সালে এলডিসিভুক্ত দেশগুলো আমদানি করেছে ২২৮.৪৬ বিলিয়ন ডলারের পণ্য। উল্লেখ, জাতিসংঘের এলডিসি তালিকায় বর্তমানে ৪৮টি দেশ রয়েছে; যার মধ্যে ৩৬টি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার অন্তর্ভুক্ত।
×