ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

প্রকাশিত: ১৯:০২, ৩১ আগস্ট ২০১৭

বৃষ্টিতে দুর্ভোগে  রাজধানীবাসী

অনলাইন রিপোর্টার ॥ সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে রাস্তায় নেমে বৃষ্টির কবলে পড়েছেন অনেকে। ঈদ-উল আযহার আগের শেষ কর্মদিবসে তাই অফিসে পৌঁছাতে দেরিসহ নানা দুর্ভোগে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। আজ বৃহস্পতিবারেরএই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানিও জমতে শুরু করেছে। মহাখালী-গুলশান এলাকা থেকে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ বাড়তে থাকে। সোয়া দশটার দিকেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অনেক জায়গায় এরই মধ্যে পানি জমতে শুরু করেছে। রাজধানীর এই অভিজাত এলাকায় অফিস টাইমে বৃষ্টির কারণে অনেককে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বিশেষ করে যারা পায়ে হেঁটে গন্তব্য রওনা দিয়েছিলেন। তারা অনেকেই বিভিন্ন অফিস ও শপিংমলের সেডে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন। সচিবালয় ও এর আশেপাশেও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে৷ সচিবালয়ে জনসমাগম কম, দর্শনার্থীর ভিড় নেই৷ কর্মকর্তা-কর্মচারীরাও ব্যস্ত শেষ কর্মদিবসের কাজ সেরে দ্রুত বের হয়ে যাওয়ার৷ হাতিরঝিল এলাকা থেকে জানা গেছে, সেখানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মানুষের চলাচল কম। অনেকে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন।
×