ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ ট্রাম্পের

প্রকাশিত: ১৮:১০, ৩১ আগস্ট ২০১৭

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ ট্রাম্পের

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আলাপচারিতা কোনো উত্তর নয়।’ জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার একদিন পর এ মন্তব্য করলেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘২৫ বছর ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে এবং তাদের চাঁদাবাজির অর্থ দিয়ে আসছে। আলোচনা কোনো উত্তর নয়।’ মার্কিন কংগ্রেসের গবেষণা সেবা বিভাগ জানিয়েছে, ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত উত্তর কোরিয়াকে সহায়তা বাবাদ ১০৩ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ৫০ শতাংশের বেশি দেওয়া হয়েছিল খাদ্য এবং প্রায় ৪০ শতাংশ দেওয়া হয়েছিল জ্বালানি সহায়তা হিসেবে। পারমাণবিক চুক্তির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছিল। তবে উত্তর কোরিয়া পরবর্তীতে এ চুক্তি লঙ্ঘন করে। ওই সহায়তার দিকে ইঙ্গিত করেই ট্রাম্প ‘চাঁদাবাজির অর্থ’ কথাটি বলেছেন। এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে ‘সব বিকল্পই’ তার বিবেচনায় রয়েছে। দেশটিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ওয়াশিংটন বাতিল করে দেয়নি বলেও ইঙ্গিত দেন তিনি। নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় তিনটি অংশে ভাগ হয়ে যায়। এটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপরে ছিল ।
×