ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সহিংসতা অবসানে জাতিসংঘে যুক্তরাজ্যের উদ্যোগ

প্রকাশিত: ০৮:০১, ৩১ আগস্ট ২০১৭

মিয়ানমারে সহিংসতা অবসানে জাতিসংঘে যুক্তরাজ্যের উদ্যোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান দমনপীড়ন অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনার অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে বেসামরিক রোহিঙ্গাদের হতাহত হওয়ার খবরের পর যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদে বৈঠকের অনুরোধ জানায়। মঙ্গলবার যুক্তরাজ্য ওই অনুরোধ জানায়। অনুরোধে কথিত রোহিঙ্গা যোদ্ধাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে গণহারে বেসামরিক লোকজন হতাহত হওয়ার বিষয় নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের সভা আহ্বানের কথা বলা হয়েছে। জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথু রাইক্রফট টুইটারে লিখেছেন, বার্মার (মিয়ানমার) পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক বসার অনুরোধ করা হয়েছে। যুক্তরাজ্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার মিয়ানমার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসার সম্ভাবনা ছিল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার মানবিক সহায়তা সংস্থাগুলোকে রাখাইনে প্রবেশের অনুমতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেসামরিক লোকজনের নিহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে জাতিসংঘের মানাবাধিকার বিষয়ক প্রধান জাদ রাদ আল হুসেইন মঙ্গলবার দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সব নাগরিককে রক্ষা করার একটা দায়িত্ব আছে। শুক্রবার আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) সদস্যরা রাখাইনের বেশকিছু পুলিশ ফাঁড়ি ও সেনা চৌকিতে হামলা চালালে এক অভিবাসন কর্মকর্তা, ১ সেনা সদস্য ও ১০ পুুলিশ নিহত হয়। এছাড়াও সংঘর্ষে ৭৭ জন সন্দেহভাজন এআরএসএ সদস্য নিহত হয় বলে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচির দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়। এরপর থেকে সেখানে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
×