ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৩৪, ৩১ আগস্ট ২০১৭

গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী দল ছাড়া অন্যরা যেন স্বাধীনভাবে কাজ না করতে পারে সেজন্য দেশে গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের শুরুতে বিভিন্ন বেসরকারী টেলিভিশনের ফুটেজ ও দৈনিক পত্রিকার খবরের কাটিং ব্যবহার করে তৈরি করা দেশে গুম-খুন হওয়া ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে বিএনপি মহাসচিব জানান, দেশে গুমের শিকার ব্যক্তিদের ওপর তৈরি করা এই ভিডিওচিত্র জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে। ফখরুল বলেন, বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদ। বিনা বিচারে হত্যা, গুম নিত্যদিনের ঘটনা। দেশে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও এখন হত্যা গুম হচ্ছে প্রতিনিয়তই। গুমের ঘটনার অভিযোগের আঙ্গুল আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব এবং পুলিশের দিকে। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরুর মতো ব্যক্তিরা গুম হলেও এখনও তাদের সন্ধান কেউ দিতে পারছে না। মির্জা ফখরুল অভিযোগ করেন রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘনের অপরাধে জড়িয়ে পড়েছে। কারণ, সরকারের লোকেরাই অপরাধ করছে। তাই গুম হওয়া ব্যক্তিরা কোথায় গেলেন, তা সরকারকেই বলতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে একটিও গুমের ঘটনা ঘটেনি। তবে ওই সময়ে দু’একটি বিচার বহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেছে। ঈদের দিনও বন্যার্তদের ত্রাণ দেবে বিএনপি- নোমান ঈদের দিনও বন্যার্তদের ত্রাণসামগ্রী দেবে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান এ কথা জানান। তিনি বলেন, সাধারণ মানুষের ভয়ে সরকারী দলের লোকেরা বন্যাদুর্গত এলাকায় যান না।
×