ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় এক জঙ্গীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:০১, ৩১ আগস্ট ২০১৭

মৌলভীবাজারে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় এক জঙ্গীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩০ আগস্ট ॥ বোমা বিস্ফোরক মামলায় জঙ্গী মঞ্জুরুল মুরাদ ওরফে আব্দুল্লাহ আল রায়হা মুরাদকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মৌলভীবাজার ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার দিন জেলা ও দায়রা জজ আদালতের সিঁড়ির নিচে এবং ভবনের মূল গেটে ২টি বোমা রাখার অভিযোগ ছিল জঙ্গী মঞ্জুরুল মুরাদের ওপর। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে। উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় ৫টি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলার রায় দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জে গৃহবধূর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে আসমা আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বন্দর থানা পুলিশ হাজীপুরে তালেব আলী মিয়ার ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আসমার পরিবারের অভিযোগ, স্বামী-সতীনের অত্যাচার সইতে না পেরে আসমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। আসমার পরিবার জানায়, দুই বছর পূর্বে আসাদ মিয়া তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে প্রেম করে তাকে বিয়ে করে। তারা বন্দরের হাজীপুরে বাসা নিয়ে বসবাস করছিল। ৫ মাস পূর্বে আসমার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নিলে আসাদ তার স্ত্রীকে প্রায় সময় মারধর ও আসমার সতীনের কথায় তাকে জ্বালা-যন্ত্রণা ও মারধর করত। জয়পুরহাটে মহিলা নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, আক্কেলপুর উপজেলার পুনঘরদীঘি গ্রাম থেকে বুধবার মহিলার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। বুধবার ভোরে গৃহবধূর মেয়ে সন্তানের কান্না শুনতে পেয়ে স্বামীর পরিবারের লোকজন ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
×