ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ধসেপড়া সড়ক মেরামত হয়নি ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৭:০০, ৩১ আগস্ট ২০১৭

 রাঙ্গামাটিতে ধসেপড়া সড়ক মেরামত হয়নি ॥ চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ আগস্ট ॥ প্রাকৃতিক মহাবির্পযয়ের প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পরও রাঙ্গামাটি শহরে ধসে পড়া ৫টি সড়ক মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে এসব সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোন ধরনের ভারি যানবাহন চলাচল করতে পারছে না। ভারি যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। সড়কগুলো হলো রাঙ্গামাটি শহরের পর্যটন সড়ক, পুলিশ লাইন ডিসি বাংলো সড়ক, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক, রাঙ্গামাটি-বান্দরবান সড়ক ও রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক। এসব সড়কে ১৩৭টি স্পটে মাটি ধস হওয়ায় সড়কগুলো দিয়ে কোন ভারি যানবাহন চলাচল করতে পারছে না। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ভেদবেদী এলাকায় ৩টি বড় ধরনের মাটি ধস রয়েছে। এছাড়া বেতার কেন্দ্র এলাকা, জেলা শিল্পকলা একাডেমি এলাকা ও প্রধান বাঁধ এলাকায় বড় ধরনের সড়ক তলিয়ে গেছে। পর্যটন সড়কে রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান এলাকা, কাটা পাহাড় ও এডিসি হিল এলাকায়ও সড়ক ধসে পড়েছে। পুলিশ লাইনে এলাকায় ৫টি স্থানে সড়ক ধস রয়েছে। অনুরূপভাবে ডিসি বাংলো সড়কে উন্নয়ন বোর্ড এলাকা ও সমাজসেবা এলাকায় বড় ধরনের দুটি মাটি ধস রয়েছে। এছাড়া খাগড়াছড়ি ও বান্দরবান সড়কেও বেশ কিছু মাটি ধস থাকায় ওই দুটি সড়ক দিয়ে এখনও যাত্রীবাহী বাস চলাচল করতে পারছে না। গত ৩ মাস ধরে শহরের অভ্যন্তরীণ এ সড়কগুলোও অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
×