ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় দুই ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ আগস্ট ২০১৭

পাবনায় দুই ইউপি সদস্য  আটক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ আগস্ট ॥ বিধবা ভাতা কার্ডের (ভিজিডির) ২৮ বস্তা চাল কালোবাজারে বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হন ২ ইউপি সদস্য। মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার দুবলীয়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে দুবলীয়া বাজারে সেলিমের দোকানে চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মহসিন ও ৯নং ওয়ার্ড সদস্য আনিস বিধবা ভাতার ২৮ বস্তা চাল কালোবাজারে বিক্রি করতে গেলে তারা জনগণের হাতে ধরা পড়ে। বাড়িতে হামলা পাবনায় প্রকাশ্যে এক হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়ির মহিলাদের মারপিট করে স্বর্ণালঙ্কারসহ টাকা-পয়সা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে গেছে। বুধবার দুপুর একটার দিকে শহরের শিবরামপুর মহল্লায় শিব মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুন্ডুর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। শিবরামপুর শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুন্ডু জানান, তিনি বাড়িতে ছিলেন না। দুপুরে একদল সন্ত্রাসী বাড়ির মধ্যে ঢুকে তার ছেলে তাপসকে খুঁজে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় এবং স্বর্ণালঙ্কারসহ টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ছেলের বউ ও আমার স্ত্রীকে মারপিট করে দুর্বৃত্তরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়।
×