ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ই নামজারি চালুর প্রত্যয়

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ আগস্ট ২০১৭

হবিগঞ্জে ই নামজারি চালুর প্রত্যয়

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ আগস্ট ॥ ভূমি ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত সকল প্রদত্ত সেবাকে আনুষ্ঠানিক ডিজিটাইলাজেশন করার উদ্যোগ নেয়া উপলক্ষে বুধবার সকালে হবিগঞ্জে ‘ই-নামজারি সিস্টেম’ শীর্ষক এক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে সদর উপজেলা ভূমি অফিসে ওই পদ্ধতি চালু করার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা, সদর এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেন, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, সদর এসিল্যান্ড বিজন কুমার সিংহ, শামীম আহছান, গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাভিশন প্রতিনিধি মোঃ নাহিজ, দৈনিক প্রথম আলোর সম্পাদক হাফিজুর রহমান নিয়ন, জনতার দলিল সম্পাদক আশরাফ উদ্দিন মামুন ও সাইঠুদ্দিন জাবেদ ও লীজা প্রমুখ।
×