ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুল জাতীয়করণ দাবিতে রেলপথে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:৫৮, ৩১ আগস্ট ২০১৭

স্কুল জাতীয়করণ দাবিতে রেলপথে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রায়পুরা উপজেলার সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রায়পুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মানববন্ধন থেকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের চালক হেমায়েত হোসেন আহত হয়। বুধবার বেলা এগারোটায় রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা বারোটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।
×