ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোয়া কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৫, ৩১ আগস্ট ২০১৭

সোয়া কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ আগস্ট ॥ ঠাকুরগাঁও ৩০ বিজিবি চোরাচালানবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে হরিপুর উপজেলার চারটি গ্রাম থেকে ২৩০ কেজি ওজনের ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। যার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা।মঙ্গলবার দুপুরে ৩০ বিজিবির প্যারেড গ্রাউন্ড ছাউনিতে একটি প্রেস ব্রিফিংয়ে বিজিবির অধিনায়ক লে কর্নেল খাদেমুল বাসার জানান, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব কষ্টিপাথরের বিভিন্ন মূর্তি উদ্ধার করা হয়। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সম্প্রতি বন্যায় ঘরবাড়ি ভেঙ্গে গেছে এমন ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার ১৪টি করে এই ঢেউটিন পেয়েছে। বুধবার বেলা ১১টায় নীলফামারী জেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন বিতরণ করেন জেলাপরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব। অন্ট্রেলিয়ায় প্রবাসী নীলফামারীর ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নাগরিকের দেয়া বানভাসীদের জন্য প্রেরিত সাহায্যের অর্থে এই ঢেউটিন বিতরণ করা হয়। ৬৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ আগস্ট ॥ আব্দুল খালেক মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মেদ তালুকদার মহিলা ডিগ্রী কলেজের হল রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপির চেয়ারম্যান, মোঃ ইব্রাহীম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান।
×