ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হামদর্দ ভার্সিটিতে সনদপত্র প্রদান

প্রকাশিত: ০৬:৫৪, ৩১ আগস্ট ২০১৭

হামদর্দ ভার্সিটিতে সনদপত্র প্রদান

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ১ম ব্যাচের ব্যাচেলর অব ইউনানি মেডিসিন এ্যান্ড সার্জারি (বিইউএমএস) ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এ্যান্ড সার্জারির (বিএএমএস) শিক্ষার্থীগণ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের আওতাধীন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়াকের্র তত্ত্বাবধানে ইন্টার্নশিপ সম্পন্ন করে। গত সোসবার কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও নতুন ব্যাচের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ’র ইউনানি ও আয়ুবেদিক মেডিসিন অনুষদের ডিন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ’র ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ১ম ব্যাচের ৪০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এম এ সামাদ। উপস্থিত ছিলেন হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব এম সাইফ উদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি
×