ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রাণের চাল পাচার

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ আগস্ট ২০১৭

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ আগস্ট ॥ কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নে ত্রাণের (ভিজিএফ) চাল কালোবাজারে পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার রাতে এদের আটক করা হয়। আটকরা হলো বলাইশিমুল ইউনিয়ন চেয়ারম্যানের কর্মচারী সাদেক মিয়া, অটোরিক্সাচালক জুয়েল মিয়া ও জুলহাস মিয়া। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। জানা গেছে, বলাইশিমুল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ ৭৬ কৃষকের জন্য মাসিক ৩০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ করে প্রশাসন। গত রবিবার সুবিধাভোগীদের মাঝে আগস্ট মাসের চাল বিতরণ করা হয়। কিন্তু ওইদিন ৬৮ সুবিধাভোগী অনুপস্থিত ছিল। এ কারণে তাদের ৪০ বস্তা চাল ইউপি কার্যালয়ে মজুদ রাখা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে সাদেক মিয়া দুটি অটোরিক্সায় সেখান থেকে ১৬ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচার করছিল। এ খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ইউপি কার্যালয়ের সামনে থেকে চালসহ তিনজনকে আটক করে। বুধবার দুপুরে এদের আদালতে সোপর্দ করা হয়।
×