ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫২, ৩১ আগস্ট ২০১৭

বরিশালে ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে প্রেমিকা সুখী আক্তার। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। ঘটনাটি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের। নিহত সুখী আক্তার ওই গ্রামের নোয়াব আলী হাওলাদারের মেয়ে ও মহেষচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। প্রেমিক এনায়েত হোসেন একই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। গুঠিয়া মহেষচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মিন্টু, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদার, নিহত সুখীর পরিবারসহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র এনায়েত হোসেনের সঙ্গে নবম শ্রেণীর ছাত্রী সুখী আক্তারের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে এনায়েত বিয়ের প্রলোভন দেখিয়ে সুখীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে সে (সুখী) আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর সুখী তার প্রেমিক এনায়েতকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে অভিমান করে সুখী লোকলজ্জায় গত ২৬ আগস্ট সন্ধ্যায় নিজ গৃহে বিষপান করে। পরিবারের লোকজন সুখীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রাত নয়টায় সুখী মৃত্যুবরণ করে। রায়পুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৩০ আগস্ট ॥ রায়পুরে ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে অনুপযোগী একটি রাস্তা মেরামত করল রায়পুর উপজেলা ছাত্রলীগ। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তাটি নিজেদের টাকায় মেরামত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনিসহ তার কর্মীরা জানা যায়, রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাঁশতলা-মুন্সিরহাট সড়কের সুফি সাহেব মসজিদ সংলগ্ন পুকুর পাড়ের রাস্তাটি গাছ পড়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
×