ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতনের বিচার নিশ্চিতে প্রধান বাধা অপরাধ প্রমাণ করতে না পারা ॥ চুমকি

প্রকাশিত: ০৬:৩৮, ৩১ আগস্ট ২০১৭

নারী নির্যাতনের বিচার নিশ্চিতে প্রধান বাধা অপরাধ প্রমাণ করতে না পারা ॥ চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমানে উন্নয়নের জোয়ার বইছে। আর এই উন্নয়নের কারণে নারীরা ঘর থেকে বেরিয়ে আসছে, পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনার রিপোর্টিং বাড়ছে। সরকার নারী এবং শিশুর জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা নির্মাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি বলেন, নির্যাতিত নারীর বিচার নিশ্চিত করতে প্রধানতম অন্তরায় হলো সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে না পারা। তিনি সকালে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে জিও, এনজিও এবং সুশীল সমাজের সঙ্গে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি
×