ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর নির্যাতন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির উদ্বেগ

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ আগস্ট ২০১৭

রোহিঙ্গাদের ওপর নির্যাতন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। বুধবার সংগঠনের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানান। বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনকে অমানবিক ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও গুলির মুখে জীবন নিয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবং তাদের আশ্রয় দিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান এই দুই আইনজীবী নেতা।
×