ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার ঈদে জামা চায় না মুক্তামণি

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৭

এবার ঈদে জামা চায় না মুক্তামণি

স্টাফ রিপোর্টার ॥ ‘আব্বু এই ঈদে আমার নতুন জামা লাগবি না। গত ঈদে যেইডা কিনে দিছিলা সেই জামা পরবো।’ ঈদে মেয়ে কি উপহার চায়? তা জিজ্ঞেস করতেই বাবাকে মুক্তামণি এ কথা জানাল। কোরবানির ঈদে সাতক্ষীরা ফিরে কব্জি ডুবিয়ে গরুর মাংস খাওয়ার বাসনা এ ছোট্ট হৃদয়ে থাকলেও বাড়ি ফেরার উপায় নেই মুক্তামণির। সে জনকণ্ঠকে জানাল, ‘হাসপাতালেই ঈদ করতি হবে। বাড়ি যেতে ইচ্ছা করলিও তো উপায় নেই। আমার হাত তো এখনও ভাল হয়নি। হাত সারলি তো বাড়িতে ঈদ করতে পারব! এবার না হয় হাসপাতালেই ঈদ করি।’ মঙ্গলবার সকালে মুক্তার ডান হাতে দ্বিতীয় দফায় আংশিক অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার সকাল ১০টার দিকে তার হাতের ড্রেসিং করার পর দুপুর ১টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বুধবার হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেল মুক্তামণিকে। সে জানাল তার হাতে এখন ব্যথা নেই। সে ভাল আছে। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে ঈদ করতে হবে বলে একটু খারাপ লাগছে। তবে তার পাশে বাবা-মা, ভাইবোন সবাই আছে বলে আক্ষেপ নেই তার। মুক্তামণির শরীর ভাল থাকলে সে নিজেই নিজের বাম হাতে মেহেদিতে রাঙ্গিয়ে তোলে বলে জানাল সে। কিভাবে হাতে মেহেদি দাও? জিজ্ঞেস করতেই সে বলল, ‘শুয়ে শুয়েই থুতনির নিচে মেহেদি রেখে হাতে দেই। আমার খুব ভাল লাগে হাতে মেহেদি লাগাতি।’ ২ সেপ্টেম্বর পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপনে ছোট-বড় সবাই যখন ঈদের জন্য উন্মুখ, তখন ঢামেকের কেবিনের বেডে শুয়ে ঈদের জন্য দিন গুনছে মুক্তাÑকবে সে সুস্থ হবে, কবে ফিরবে বাড়ি! মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন জনকণ্ঠকে বলেন, ‘শুরুতে দু’একবার বাড়িতে ঈদ করতে যাওয়ার কথা বললেও এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে সেখানে ফিরতে চায়। মেয়েটা আমার খুব বুঝদার! ঈদে কি কিনে দেব? জিজ্ঞেস করতে আমার মেয়েটা কিভাবে বলল, গত ঈদের জামা পরব আব্বু।’ মুক্তার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, গতকাল জ্বর আসার কারণে অপারেশন বন্ধ করে দেয় ডাক্তাররা। আজ জ্বর একটু কমেছে। শরীর আগের থেকে ভাল। সবকিছু খেতে পারছে। চিকিৎসকরা ঈদের পর অপারেশন করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার মুক্তার ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে অপারেশন থিয়েটারে হঠাৎ জ্বর আসায় তা স্থগিত করা হয়।
×