ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:২৯, ৩১ আগস্ট ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) ৮।”জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর” এই বিখ্যাত উক্তিটি কার ? (ক) স্বামী বিবেকানন্দ (খ) রামকৃষ্ণ পরমহংস দেব (গ) শ্রীকৃষ্ণ (ঘ) রামঠাকুর। ৯। সর্বভূতের সনাতন বীজ কে ? (ক) অগ্নি (খ) ঈশ্বর (গ) মহমায়া (ঘ) বলরাম। ১০। পরমাত্মা থেকে যার সৃষ্টি - (ক) নদনদী (খ) বায়ুমন্ডল (গ) জীব (ঘ) জল। ১১। মৃত্যু বলতে যা বোঝায়- (ক) জীব দেহ থেকে জীবআত্মার পরিত্যাগ (খ) জীবনের শেষ প্রান্ত (গ) মোক্ষলাভ (ঘ) চির সমাপ্তি। ১২। কারা ¯্রষ্টাকে ঈশ্বর বা ভগবান বলে অবহিত করেন? (ক) শিখ ধর্মাবলী (খ) জৈন ধর্মাবলী (গ) বৌদ্ধ ধর্মাবলী (ঘ) হিন্দু ধর্মবলী। ১৩। অনন্ত আকাশ জুড়ে যা বিরাজ করছে- (র) চন্দ্র-সূর্য (রর) গ্রহ-নক্ষত্র (ররর) পাহাড়-পর্বত। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। যা মিলিয়ে এ বিশ্বব্রক্ষ্মান্ডÑ (র) পৃথিবীর প্রকৃতি (রর) সুনীল আকাশ (ররর) পৃথিবী নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৫। হিন্দুধর্মে বিভিন্ন সেবাশ্রম বা মঠ গড়ে উঠেছে কেন? (ক) ঈশ্বরসেবার জন্য (খ) জীবসেবার জন্য (গ) পুরোহিতসেবার জন্য (ঘ) লেখাপড়া শেখানোর জন্য। ১৬। অনাদি পুরুষ কে ? (ক) শ্রীকৃষ্ণ (খ) ভরত (গ) রাম (ঘ) লক্ষণ। ১৭। জলের পরে এলো- (ক) আকাশ (খ) বাতাস (গ) পৃথিবী (ঘ) সূর্য। ১৮। বায়ুর গতির মূলে কী রয়েছে ? (ক) মহাশূন্য (খ) অগ্নিশক্তি (গ) বিশ্বব্রক্ষ্মান্ড (ঘ) ঈশ্বরের শক্তি। ১৯। কার শক্তিতে সকল কিছু শক্তিমান ? (ক) দেবতা (খ) ঈশ্বর (গ) নারায়ণ (ঘ) গঙ্গা। ২০। দেহ ও আত্মার মধ্যে সম্পর্ক কীরূপ ? (ক) ঘনিষ্ট (খ) নিবিড় (গ) সুসম্পর্ক (ঘ) মিশ্র। ২১। জ্ঞানকর্ম থেকে আমরাÑ (র) জ্ঞানের মাধ্যমে অপবিত্রা দূর করতে পারি (রর) জ্ঞানের মাধ্যমে পাপ বিনিষ্ট করতে পারি (ররর) জ্ঞানের মাধ্যমে পরম সুখে অবস্থান করতে পারি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। জন্মান্তরবাদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে ? (ক) কর্মবাদ (খ) জ্ঞানবাদ (গ) ধ্যানবাদ (ঘ) ভাববাদ। উত্তর ঃ ৮(ক), ৯(খ), ১০(গ), ১১(ক), ১২(ঘ), ১৩(ক), ১৪(ঘ), ১৫(খ), ১৬(ক), ১৭(গ), ১৮(ঘ), ১৯(খ), ২০(ক), ২১ (ঘ), ২২ (ক)।
×