ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিহির রঞ্জন তালুকদার;###;কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ;###;প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট।;###;পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট;###;মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

প্রকাশিত: ০৬:২৭, ৩১ আগস্ট ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

(পূর্ববর্তী প্রকাশের পর) সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। ৪১.ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. নিম্ন তাপমাত্রা গ. স্যাটেলাইট ঘ. ইমেজিং ৪২.বায়োইনফরমেট্রিক্স হলো ক. বায়োগ্যাস নিয়ে গবেষণা খ. ডেটাবেস প্রোগ্রামিং গ. গাণিতিক তথ্য বিশ্লেষণ ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ ৪৩.বায়োলজিক্যাল ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তা সিস্টেম হলো ক. বায়োটেকনোলজি খ. স্থাপত্ব প্রকৌশল গ. বায়োমেট্রিক্স ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪৪.ভার্চুয়াল রিয়েলিটি মূলত র. একটি কাল্পনিক জগত রর. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ররর. একটি হাই কোয়ালিটি ভিডিও গেমস নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৪৫.সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ক. বিং খ. ফেসবুক গ. টুইটার ঘ. খ ও গ ৪৬.ভার্চুয়াল রিয়েলিটিতে ছবিগুলোকে জীবন্ত দেখানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক. ত্রিমাত্রিক খ. দ্বিমাত্রিক গ. একমাত্রিক ঘ. চতুর্মাত্রিক ৪৭. রিকম্বিনেন্ট উঘঅ প্রযুক্তির ধাপগুলো হলো র. উঘঅ নির্বাচন রর. উঘঅ এর বাহক নির্বাচন ররর. উঘঅ খ- কর্তন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৪৮. ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় র. কসমেটিক্স উৎপাদনের রর.কাপড় তৈরিতে ররর. উচ্চফলনশীল গাছ উদ্ভাবনে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৪৯.বায়োমেট্রিক্স শনাক্তকারী হিসেবে শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয়েছে? ক. হাতের আঙ্গুলের ছাপ খ. হাতের লেখা গ. শরীরের গঠন ঘ. রক্তের গ্রুপ ৫০. বায়োইনফরমেট্রিক্স হলো ক. কম্পিউটার তথ্য গবেষণার জন্য খ. ডেটাবেজ প্রোগ্রামিং গ. গাণিতিক তথ্য বিশ্লেষণ ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ (উত্তরসহ বাকী অংশ ছাপা হবে আগামীকাল)
×