ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ ফান্ডের তথ্য হালনাগাদের আহ্বান

প্রকাশিত: ০৬:২১, ৩১ আগস্ট ২০১৭

১০ ফান্ডের তথ্য হালনাগাদের আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ মিউচুয়াল ফান্ডের এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ান, আইএফ্আইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড ওয়ান, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিক্সড বাংলাদেশ ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সূত্র জানায়, ফান্ডগুলোর রেকর্ড ডেট আগামী ৫ সেপ্টেম্বর। এর আগেই ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। প্রসঙ্গত, যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে।
×