ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামে এটিএম বুথ করবে রাকাব’

প্রকাশিত: ০৬:২১, ৩১ আগস্ট ২০১৭

গ্রামে এটিএম বুথ করবে রাকাব’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কৃষকের আর্থিক লেনদেন আরও সহজতর করতে এবার গ্রামে এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। প্রান্তিক কৃষকদের গ্রাহক সেবা আরও এক ধাপ এগিয়ে নিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাকাব চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আগামী বছরের মধ্যেই প্রান্তিক কৃষকরা ক্রেডিট কার্ড নিয়ে গিয়ে বাড়ির পাশেই স্থাপিত এটিএম বুথ থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন। ইতোমধ্যেই এটিএম প্রযুক্তি স্থাপনের জন্য টেন্ডার দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান নজরুল ইসলাম এ কথা বলেন। রাকাব চেয়ারম্যান বলেন, দেশের মানুষের কাছে রাকাব যেভাবে পৌঁছে গেছে, অন্য কোন ব্যাংক তা পারেনি। ব্যাংকের ৩৭৯ শাখার ৮০ ভাগ ইউনিয়ন পর্যায়ে একেবারে গ্রামের ভেতরে। ইতোমধ্যে সব শাখাকে কম্পিউটারাইজ করা হয়েছে। অনলাইন ব্যাংকিংও চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সব শাখায় জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান আরও বলেন, শুরু থেকেই রাকাব কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নই রাকাবের টার্গেট। জনবলের অভাব থাকলেও এসব প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের কৃষকেরা খুবই সহজ সরল। কৃষির যে উন্নয়ন তার পেছনে এই কৃষকদের উদ্যোগই প্রধান কারণ। প্রান্তিক কৃষক কোনদিনই ঋণের টাকা মেরে খায় না। তারা সহজেই ঋণ পরিশোধ করে। তাই রাকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ক্ষুদ্র ও মাঝারি ঋনের পরিসর বৃদ্ধি করা হবে। তিনি বলেন, উত্তরের বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের জন্য কোন চাপ প্রয়োগ করা হবে না। ঋণ পরিশোধের জন্য তাদের সহজ কিস্তি করে দেয়া হবে। নতুন ফসল উঠার পরে কৃষকরা ধিরে ধিরে তাদের ঋণ পরিশোধ করতে পারবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক যদি চায় তাদের পুরাতন ঋণ থাকার পরেও নতুন ঋণ দেয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। ক্ষতিগ্রস্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হবে। তাদের তালিকার বাইরে এ সুবিধা কৃষকরা পাবে না। সর্বশেষ বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তও নেয়া হয়েছে।
×