ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ অবস্থান

প্রকাশিত: ০৬:২০, ৩১ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ অবস্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে। যা এই সূচক চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। আর মাত্র ২৭ পয়েন্ট বাড়লেই সূচকটি পৌঁছাবে ৬ হাজার পয়েন্টে। বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধির সঙ্গে দিনটিতে ব্যাংক খাতের কোম্পানিগুলোর প্রাধান্য দেখা গেছে। বিশেষ করে এই খাতের ওপর ভর করেই সূচকটি বেড়েছে বেশি। এর বিপরীতে জেড ক্যাটাগরি বা জাঙ্ক কোম্পানিগুলোর দর হারিয়েছে বেশি। এদিকে বুধবার ডিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। বুধবার ডিএসইতে ৮০৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৮১ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, আইএফআইসি, আল আরাফাহ ইসলামী ব্যাংক, বিবিএস, ফরচুন সুজ, আরএকে সিরামিক, আলহাজ টেক্সটাইল ও এক্সিম ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিএমসি কামাল, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক, বিডি অটোকার, যমুনা ব্যাংক, শাহাজালাল ব্যাংক, হা-ওয়েল টেক্সটাইল, এক্সিম ব্যাংক, সিমটেক্স ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফার্স্ট ফাইন্যান্স, মুন্নু সিরামিক, দুলামিয়া কটন, মেঘনা পেট, এইচআর টেক্সটাইল, আইএসএন, ফু-ওয়াং সিরামিক, নর্দার্ন জুট, শ্যামপুর সুগার ও মিথুন নিটিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম ব্যাংক, আইডিএলসি, বিবিএস কেবল, এবি ব্যাংক, আরএকে সিরামিক, শাহজালাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×