ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজার মাইল পাড়ি দিতে ঘ্রাণশক্তি

প্রকাশিত: ০৫:৫০, ৩১ আগস্ট ২০১৭

হাজার মাইল পাড়ি দিতে ঘ্রাণশক্তি

সাগরের ওপর দিয়ে পাখিটি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও পথ হারায় না। আর্কটিক টার্ন নামে পাখিটি দক্ষিণ মেরু থেকে উড়ে প্রতিবছর ব্রিটেনে আসে। গ্রীষ্ম মৌসুম শেষ হলে এরা আবার দক্ষিণ মেরুতে ফিরে যায়। কিন্তু বিজ্ঞানীরা আর্কটিক টার্নের এই অসাধারণ ক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে তারা প্রতিবছর নির্ভুলভাবে একই জায়গায় পৌঁছে যায়, সেটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। তবে সম্প্রতি নতুন এক গবেষণায় জানা যাচ্ছে, সমুদ্রের ওপর দিয়ে পাখিরা যখন দীর্ঘ পথ পাড়ি দেয়, তখন এই কাজে তাদের ঘ্রাণশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সফোর্ড, বার্সিলোনা এবং পিসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সমুদ্রগামী পাখির ঘ্রাণশক্তি সাময়িকভাবে নষ্ট করে একটি পরীক্ষা চালিয়েছেন। এরপর পাখি আকাশে ওড়ার পর তারা দেখতে পান, পাখিরা ভূমির ওপর দিয়ে ঠিকই উড়ে যেতে পারছে। কিন্তু সমুদ্রের ওপর দিয়ে ওড়ার সময় তারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। এতে বিজ্ঞানীরা মনে করছেন, পাখিদের মস্তিষ্কে একটি গন্ধের মানচিত্র রয়েছ। সমুদ্রের ওপর তারা চোখে কিছু দেখতে না পেলেও গন্ধ শুঁকে শুঁকে ঠিকই চলে যেতে পারে। তবে এর আগে কেউ কেউ যুক্তি দিচ্ছিলেন পাখির ঘ্রাণশক্তি নষ্ট করলে তার অন্যান্য ক্ষমতাও নষ্ট হতে পারে। তাই হয়তো পাখিরা ঠিকমতো গন্তব্যস্থলে পৌঁছতে পারছিল না। কিন্তু সর্বশেষ এই গবেষণা সেই যুক্তিকে খ-ন করল বলে বিজ্ঞানীরা বলছেন।বিবিসি অনলাইন
×