ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন

জয়ে শুরু নাদাল-ফেদেরারের

প্রকাশিত: ০৪:৩৮, ৩১ আগস্ট ২০১৭

জয়ে শুরু নাদাল-ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডস‌লাম টুর্নামেন্টে এবার হট ফেবারিট রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। তবে কষ্টের জয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রাফায়েল নাদালও। নিউইয়র্কে মঙ্গলবার প্রথম রাউন্ডে দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী খেলোয়াড় ফ্রান্সেস টিয়াফোকে ৪-৬, ৬-২, ৬-১, ১-৬, ৬-৪ গেমে হারান ৩৬ বছর বয়সী সুইজারল্যান্ডের রজার ফেদেরার। রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামা ফেড এক্সপ্রেস জয় দিয়ে মিশন শুরু করতে পেরে দারুণ রোমাঞ্চিত। তার লক্ষ্য এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখা। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। এ বছরে ইতোমধ্যেই দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনের শিরোপা নিজের শোকেসে তুলার পর ফেদেরারের লক্ষ্য এখন ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা। এদিকে প্রত্যাশিত সহজ জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালও।
×