ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের ধারায় ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৪:৩৭, ৩১ আগস্ট ২০১৭

জয়ের ধারায় ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নতুন মৌসুমের শুরুটা খুব একটা ভাল হয়নি তাদের। আগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করে আকাশী-নীল জার্সিধারীরা। তবে পরের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে পেশাদার লীগের সবচেয়ে সেরা সাফল্যের দলটি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে গোল করেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও সাদউদ্দিন। আরামবাগের পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশী ফুটবলার আলমলি বুকোলা ওলালেকাউ। এই ম্যাচ জিতে তিন পয়েন্ট বাড়লেও তালিকায় কোন উন্নতি হয়নি ঢাকা আবাহনীর। অবস্থান আগের চার নম্বরেই। সাত ম্যাচ শেষে তাদের ভা-ারে জমা ১৪ পয়েন্ট। মাত্র ৪ পয়েন্ট নিয়ে আগের ১১ নম্বরেই আরামবাগ। গতকাল রাতে আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মুখোমুখি হয় শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি জিতলে ১৯ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে ফিরবে বন্দর নগরীর দলটি। আর ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এবারই প্রথম পেশাদার লীগে খেলতে আসা সাইফ স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে হোঁচট খাওয়ায় আরামবাগের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে ঢাকা আবাহনী। তবে আরামবাগও ভাল কিছুর স্বপ্ন নিয়ে মাঠে নামে। কেননা আগের ম্যাচে তারা রুখে দেয় শক্তিশালী চট্টগ্রাম আবাহনীকে। যা লীগে বন্দর নগরীর দলটির প্রথম পয়েন্ট খোয়ানো। ম্যাচেও এর প্রভাব দেখা যায়। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। ৩১ মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় ঢাকা আবাহনী। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাদউদ্দিন। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ শাণাতে থাকে আরামবাগ। ফল আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। সম্মিলিতি আক্রমণ প্রতিহত করতে যেয়ে ডি বক্সে ফাউল করেন আবাহনীর ডিফেন্ডার। পেনাল্টি পায় আরামবাগ। স্পটকিক থেকে আরামবাগের পক্ষে ব্যবধান কমান বুকোলো। বিরতির পর দু’দলই বেশ কয়েকটি সহজ সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তাই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
×