ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ক্রিকেট তারকারা

প্রকাশিত: ০৪:৩৫, ৩১ আগস্ট ২০১৭

বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ক্রিকেট তারকারা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট জয়। মঙ্গলবার দেশের মাটিতে প্রথমবারের মতো অজিদের বধ করেছেন সাকিব-তামিমরা। ক্রিকেটের কুলীন শক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বীরোচিত জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছে মুশফিকুর রহীমের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকর থেকে শুরু করে মাহেলা জয়াবর্ধনে, বীরেন্দ্র শেবাগ, মাইকেল ক্লার্ক, রাসেল আর্নল্ড, জিমি নিশামদের মতো তারকা ক্রিকেটাররা। মঙ্গলবার প্রথম টেস্টে বাংলাদেশ ২০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এর আগেরদিন মঙ্গলবার ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। দুইদিনে এমন দুই ফলাফলকে বিপর্যয় হিসেবে দেখলেও বাংলাদেশী ক্রিকেটারদের আলাদা করেই প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘দুইদিনে দুটি বিপর্যয়। টাইগারদের অনুপ্রেরণাদায়ী পারফর্মেন্স। টেস্ট ক্রিকেটের উন্নতি চলছেই।’ ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগও অভিনন্দন জানালেন মুশফিকদের, ‘শাবাশ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে দারুণ প্রচেষ্টা।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক স্মিথ-ওয়ার্নারদের এমন পরাজয়ে নিশ্চিত চরম হতাশ। তবে টাইগারদের অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। ক্লার্ক টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমি কখনও ভাবিনি এমন টুইট লিখতে হবে। তবে যাদের প্রশংসা প্রাপ্য তাদের তো প্রশংসা করতেই হয়।’ অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডেরও অভিনন্দন পেয়েছে বাংলাদেশ। টেস্ট হারের পর প্রতিপক্ষ দেশকে শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসানের উদযাপনের একটি ছবি পোস্ট করেছে তারা। নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশাম লিখেছেন, ‘দুইদিনে দুটি টেস্ট জয়। এ কারণেই তো টেস্ট ক্রিকেট এখনও অনেক উঁচুতে। অভিনন্দন বাংলাদেশ।’ এদিকে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান রাসেল আর্নল্ড টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত বাংলাদেশ। চমৎকার টেস্ট জয়ে অভিনন্দন। খুব লড়েছ তোমরা। তোমাদের এ কৃতিত্বে অনেক খুশি।’ আরেক লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে টুইট করে লিখেছেন, ‘ঐতিহাসিক টেস্ট জিততে দারুণ খেলেছে বাংলাদেশ। খুব ভাল একটি টেস্ট ম্যাচ।’ আরেকটি ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে হারিয়ে দিয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ জয়ে বাংলাদেশের সর্বস্তরে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দলও। মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবালদের অভিনন্দন বার্তায় সকল খেলোয়াড় এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ও দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘নানা সমস্যার মধ্যে থাকা এ দেশের জনগণকে ঈদের আগে দারুণ এক জয় উপহার দেয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।’ ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের গৌরব অর্জন করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ ও বাফুফের কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বাফুফে আশা প্রকাশ করেছে এই জয়ের ধারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভবিষ্যতে বৃহত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিওএ এক অভিনন্দন বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ায় আমরা আনন্দিত, উৎফুল্ল এবং গর্বিত। এই ঐতিহাসিক বিজয়ের আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় এবং কর্মকর্তাগণকে বিওএ’র সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং কর্মকর্তাগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আরও অভিনন্দন জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যরা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তা, সদস্যরা।
×