ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাহসানের সপ্তম একক এ্যালবাম ‘অভিমান আমার’

প্রকাশিত: ০৪:১৭, ৩১ আগস্ট ২০১৭

তাহসানের সপ্তম একক এ্যালবাম ‘অভিমান আমার’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের ইয়াংস্টার হার্টথ্রব সঙ্গীতশিল্পী তাহসান খান এবারের ঈদ-উল-আযহায় শ্রোতাদের জন্য সপ্তম একক এ্যালবাম নিয়ে হাজির হয়েছেন। সিডি চয়েস ও জিপি মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তাহসানের সপ্তম একক এ্যালবাম ‘অভিমান আমার’। এ্যালবামের সব গান জিপি মিউজিকে এক্সক্লুসিভ শুনতে পারবেন আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে। এ্যালবামটি সিডি চয়েস ও জিপি মিউজিকের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এ্যালবামের টাইটেল গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি শ্রোতারা দেখতে পাবেন। এ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, প্রায় চার বছর বিরতির পর আমার সপ্তম একক এ্যালবামের কাজ শেষ করলাম। আসলে কাজের ব্যস্ততায় যেমন নাটকে অভিনয় শিক্ষকতা লাইভ কনসার্ট এগুলোর পাশাপাশি সলো এ্যালবামের কাজ কারতে একটু বেশি সময় লেগে গেল তার পরও আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি এ্যালবামের ৭টি গান আমি আমার নিজের মতো করে সাজিয়েছি আশা করি শ্রোতাদের ভাল লাগবে। এ্যালবাম প্রসঙ্গে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে সিডি চয়েসের রসায়নটা সত্যিই খুব চমৎকার। সিডি চয়েসের সঙ্গে তাহসান ভাইয়ের যত কাজ হয়েছে তার বেশিরভাগই ব্যবসায়িকভাবে সফল ও জনপ্রিয় তারই ধারাবাহিকতায় এই এ্যালবামটিও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সব গানের কথা লিখেছেন তাহসান খান নিজেই। একটি গানে তার সঙ্গে যৌথ গীতিকার ছিলেন ফাজবীর তাজ তন্ময়। তিনটি গানের সুর ও সঙ্গীত করেছেন তাহসান নিজেই। দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন সাজিদ সরকার এবং বাকি দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন নাহিদ নোমান অরূপ।
×