ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৪:১৬, ৩১ আগস্ট ২০১৭

সিডি চয়েসের ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় সঙ্গীতাঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে স্বনাম ধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। নতুন শিল্পী তৈরি এবং শিল্পী ও সঙ্গীত সংশ্লিষ্টদের নানাভাবে প্রমোট করে যাচ্ছে এই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানটি। বিশেষ প্রতিষ্ঠানের কর্ণধার জহিরুল ইসলাম সোহেলের তত্ত্ব¡াবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতি সম্প্রতি বেশ ভাল ভাল অডিও এ্যালবাম এবং মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছে। প্রতিবছরের মতো এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে বেশ কিছু নতুন এ্যালবাম বাজারে এনেছে সিডি চয়েস। সিডি চয়েসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম সোহেল জানান এবারের ঈদ উপলক্ষে তারা বেশ কয়েকটি নতুন এ্যালবাম রিলিজি দিচ্ছে। এর মধ্যে অডিও এ্যালবাম ১৮টি এবং ভিডিও রয়েছে ৪টি। নতুন অডিও এবং মিউজিক ভিডিও এ্যালবামের খবরাখবর নিয়ে এ প্রতিবেদন। অডিও : শাওন গানওয়ালার একক এ্যালবাম ‘কেউ একজন’। এ্যালবামের গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুরকার : শাওন গানওয়ালা। সঙ্গীত আমজাদ হোসেন ও শাফি মাহমুদ রবিন। একটি গানে ডুয়েট কণ্ঠ দিয়েছেন অনন্যা আচার্য্য। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম ‘কেউ একজন’, ‘আজকাল’ ও ‘একটু অবহেলা’। মিনার রহমানের একক গান ‘শপথ’। কথা মিজানুর রহমান আরিয়ান। সুর ও সঙ্গীত সাজিদ সরকার।তাহ্সীন আহমেদ ও নুসরাত চৌধুরীর ডুয়েট গান ‘একটু বেশি অকারণ’। কথা, সুর ও সঙ্গীত তাহ্সীন আহমেদ। কুমার শানু ও সুরভীর ডুয়েট গান ‘আয়না’। কথা ওমর ফারুক বিশাল। সুর ও সঙ্গীত রবিন ইসলাম। নচিকেতা ও ফৌজিয়ার ডুয়েট গান ‘রেডিও’। কথা কাজী শাহীন। সুর ও সঙ্গীত রবিন ইসলাম। ন্যান্সি ও শেখ মিলনের কণ্ঠে ডুয়েট গান ‘একঘোরে’। গীতিকার প্রদীপ সাহা। সুর ও সঙ্গীত শেখ মিলন। কনা ও শেখ মিলনের কণ্ঠে ডুয়েট গান ‘উড়ি উড়ি মন’। গীতিকার সুদীপ কুমার দ্বীপ। সুর ও সঙ্গীত শেখ মিলন। কাজী শুভ ও স্বরলিপির ডুয়েট এ্যালবাম ‘প্রেমেরই দহন’। গীতিকার জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন ও ¯েœহাশীষ ঘোষ। সব গানের সুর কাজী শুভ এবং সব গানের সঙ্গীত রাফি। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম ‘প্রেমেরই দহন’, ‘মন সীমানায়’ ও ‘তোমারই আছি’। শাওন গানওয়ালার একক গান ‘বারান্দায়’। কথা মোঃ মেহেদী হাসান জনি। সুরকার ও সঙ্গীত পরিচালনা শাফি মাহমুদ রবিন। শাওন গানওয়ালার একক গান ‘বন্ধু হবে না’। কথা মোঃ মেহেদী হাসান জনি। সুরকার ও সঙ্গীত পরিচালক শাফি মাহমুদ রবিন। শাওন গানওয়ালার একক গান ‘মেঘ ঘুড়ি’। কথা মোঃ মেহেদী হাসান জনি। সুরকার ও সঙ্গীত পরিচালক শাফি মাহমুদ রবিন। মিফতাহ জামানের একক গান ‘তাই তোমার খেয়াল’। কথা সমেশ্বর অলী। সুর ও সঙ্গীত সাজিদ সরকার। রাফি আহমেদের একক গান ‘তোর গভীরে’। কথা মোঃ মেহেদী হাসান জনি। সুরকার ও সঙ্গীত পরিচালক অরুপ। সজীব রানার একক গান ‘বৃষ্টি দিনে মন’। কথা ও সুর সজীব রানা। সঙ্গীত অয়ন চাকলাদার। সোহেল রাজের একক গান ‘হৃদয়ে যে ছবি। কথা, সুর ও সঙ্গীত : সোহেল রাজ। নাহিদ হাসানের একক গান ‘উড়– মন’। কথা নাহিদ হাসান। সুর নাহিদ হাসান ও সোহেল রাজ। সঙ্গীত সোহেল রাজ। রাফি ও সোনিয়ার ডুয়েট গান ‘দেখো খেয়ালে’। কথা মোঃ মেহেদী হাসান জনি। সুরকার ও সঙ্গীত পরিচালক নাহিদ নোমান অরুপ। রাফি ফিচারিং মিক্সড এ্যালবাম ‘না বুঝে’। শিল্পী কাজী শুভ, রাফি ও সাজিদ। কথা রবিউল ইসলাম জীবন। সুরকার ও সঙ্গীত পরিচালক রাফি। গানের সংখ্যা ৩টি। গানের শিরোনাম ‘না বুঝে চুপি চুপি’ ও ‘কিছু বল না’। মিউজিক ভিডিও: ইমরান ও ন্যান্সির ডুয়েট গান ‘ঠিক বেঠিক’। কথা ¯স্নেহাষীশ ঘোষ। সুর ও সঙ্গীত ইমরান। ভিডিও নির্মাতা সৈকত রেজা। তানজিব সারোয়ারের ‘ডিজে রাজা’। কথা ও সুর তানজীব সারোয়ার। সঙ্গীত ডিজে রাহাত। ভিডিও নির্মাতা শুভব্রত সরকার। মিলন ও আশফার ডুয়েট গান ‘একা একা ভাল লাগে না’। কথা জীবন মাহমুদ। সুরকার মিলন। সঙ্গীত এমএমপি রনি। ভিডিও নির্মাতা সৈকত রেজা। মায়া খান, রবিন ইসলাম ও রাকিব চৌধুরী মিক্সড গান ‘টু-লেট’। কথা কাজী শাহিন। সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ইসলাম। ভিডিও নির্মাতা রবিন ইসলাম।
×