ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকী আজ

‘মায়ের অসমাপ্ত কাজ শেষ করতে চাই’

প্রকাশিত: ০৪:০৯, ৩১ আগস্ট ২০১৭

‘মায়ের অসমাপ্ত কাজ শেষ করতে চাই’

প্রিন্সের ডায়ানার মৃত্যুর দু’দশক পর প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি বহুদিনের নীরবতা ভঙ্গ করে তাদের মায়ের প্রতি গভীর ভালবাসা প্রকাশের মাধ্যমে ডায়ানার স্মৃতিকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলেছেন। অনন্য সৌন্দর্যের প্রতীক রাজকুমারী ডায়ানা মাত্র ৩৬ বছর বয়সে ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর সময় বড় ছেলে উইলিয়ামের বয়স ছিল ১৫ এবং হ্যারির ছিল ১২ বছর। বাবা চার্লসের সঙ্গে মায়ের সম্পর্কের টানাপোড়নের জন্য তাদের শৈশব মা-বাবার ঘনিষ্ঠ সাহচর্যে রঙ্গিন হতে পারেনি ঠিকই কিন্তু ডায়ানা সাধ্যমতো চেষ্টা করেছিলেন তার সন্তানদের মাতৃস্নেহে সিক্ত করতে। খবর এএফপির। চার্লসের উদাসীনতা ও ক্যামিলা পার্কারের সঙ্গে তার পরকীয়া সম্পর্কজনিত তিক্ততার দরুন মৃত্যুর এক বছর আগে ১৯৯৬ আগে চার্লস-ডায়ানার বিবাহ বিচ্ছেদ ঘটে। এ বিবাহ বিচ্ছেদের আগে ও পরে ডায়ানার চারিত্রিক দুর্বলতা নিয়ে সুকৌশলে প্রচার চালানো হয়। পাপারাজ্জিরা নিত্যনতুন গরম খবর সংগ্রহের জন্য তাকে সব সময় ছায়ার মতো অনুসরণ করত, যাদের হাত থেকে বাঁচার জন্য দ্রুতবেগে গাড়ি চালনার সময় তার মৃত্যু হয়। দিনটি ছিল ৩১ আগস্ট। সেই ৩১ আগস্ট সামনে রেখে দুই রাজপুত্র উইলিয়াম ও হ্যারি মায়ের মৃত্যুর বিশ বছরপূর্তিতে সে দেশের টিভি চ্যানেল আইটিভিতে ডায়ানা আওয়ার মাদার : হার লাইফ এ্যান্ড লিগ্যাসি (আমাদের মা ডায়ানা : তার জীবন ও উত্তরাধিকার) শীর্ষক ৯০ মিনিটের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে দুই ভাই তাদের মা ও তার যাপিত জীবন এবং তাদের জীবনে মায়ের প্রভাব কত বেশি তা নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন। প্রিন্স উইলিয়াম (৩৫) বলেন, মায়ের মৃত্যুর বিশ বছর অতিবাহিত হতে চলছে- এ সময় হ্যারি আর আমার মনে হলো মা সম্পর্কে কিছু বলার এটিই উপযুক্ত সময়। এরপর আমরা আর কখনও তার সম্পর্কে প্রকাশ্যে খোলামেলা কথা বলব না। মাত্র বারো বছর বয়সে মাকে হারিয়ে অনেকদিন দারুণ মানসিক অবসাদ ও বিষণœতায় ভুগছিলেন হ্যারি। বড় ভাই উইলিয়ামের সহযোগিতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষকদের পরামর্শে তিনি এখন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। হ্যারি বলেন, এই প্রথম আমরা দুজন ছেলে হিসেবে মা ডায়ানা সম্পর্কে কথা বলতে এসেছি। যৌক্তিকভাবে বলতে গেলে তার সম্পর্কে কথা বলার উপযুক্ত সময় হয়ত এখনও হয়নি। তবুও আমরা বলছি। প্রিন্স হ্যারির বয়স বর্তমানে ৩২।
×