ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও পরীক্ষা চালানোর হুমকি উনের ॥ নিন্দা প্রস্তাব পাস নিরাপত্তা পরিষদে

পরবর্তী টার্গেট গুয়াম!

প্রকাশিত: ০৪:০৮, ৩১ আগস্ট ২০১৭

পরবর্তী টার্গেট গুয়াম!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জাপানের ওপর দিয়ে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছেন। মঙ্গলবার জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর নিন্দা জানানোর পর উন এ হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপান দেশটিকে সতর্ক করে দিয়েছে। এএফপি ও গার্ডিয়ান। নিরাপত্তা পরিষদ এরই মধ্যে পিয়ংইয়ংয়ের ওপর সাত দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবারের পরীক্ষার পর সর্বসম্মত বিবৃতিতে পরিষদ বলেছে, ‘উত্তর কোরিয়ার এ কাজ কেবল ওই অঞ্চলের প্রতি নয় বরং জাতিসংঘের সব সদস্য দেশের প্রতি হুমকি।’ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার নিন্দা করলেও কোন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ‘উত্তর কোরিয়া নিরাপত্তা পরিষদের প্রতিটি প্রস্তাব লঙ্ঘন করে চলেছে। তাই আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা জরুরী।’ উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব এবং গুয়ামে সম্ভাব্য হামলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সবগুলো বিকল্পই খোলা রয়েছে। দেশটির ‘অবৈধ’ কর্মকা-ের ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাপান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তবে তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ বা সাইবার হামলায় তার দেশের অংশগ্রহণের সম্ভবনা নাকচ করে দিয়েছেন। উত্তর কোরিয়ার মিত্র চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদের সর্বসম্মত নিন্দা ঘোষণাকে সমর্থন করেছে। পিয়ংইয়ং সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত রডং সিনমুন পত্রিকা বুধবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২০টি ছবি দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি দুই হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে। পিয়ংইয়ংয়ের কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরে এর আগের অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হলেও মঙ্গলবারেরটিতে সে রকম কিছু হয়নি। এটি গুয়াম হামলার প্রস্তুতি হিসেবে দেখা যায়। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে এ পরীক্ষা চালানো হলো। উত্তর কোরিয়া সব সময় এ ধরনের মহড়া আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে থাকে। দেশটি প্রথমবারের মতো জাপানের মূল ভূখ-ের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার করল। এর আগে ১৯৯৮ ও ২০০৯ সালে দুবার এ রকম ঘটনা ঘটলেও সেটিকে মহাকাশ গবেষণার অংশ বলে দাবি করেছিল পিয়ংইয়ং। মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিভিন্ন দেশের রাজধানী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘নজিরবিহীন হুমকি’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি বিশাল হুমকি। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে আবে বলেন, ‘আমরা চাই বিশ্ব নেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চাপ অব্যাহত রাখবেন।’ উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা চলছে। এরই মধ্যে দেশটি সামরিক সক্ষমতা যে বাড়িয়ে চলেছে, মঙ্গলবার জাপানের ওপর দিয়ে মাঝারিপাল্লার হয়াসোং-১২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সে ধারণাই জোরদার করে। গত মাসে আইসিবিএম পরীক্ষার পর পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের দ্বন্দ্ব তীব্রতর হয়।
×