ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে: ফখরুল

প্রকাশিত: ০০:৪১, ৩০ আগস্ট ২০১৭

গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারি দল ছাড়া অন্যরা যেন স্বাধীনভাবে কাজ না করতে পারে সেজন্য দেশে গুম-খুনের মাধ্যমে ভীতি ও ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের শুরুতে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ফুটেজ ও দৈনিক পত্রিকার খবরের কাটিং ব্যবহার করে তৈরি করা দেশে গুম-খুন হওয়া ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে বিএনপি মহাসচিব জানান, দেশে গুমের শিকার ব্যক্তিদের ওপর তৈরি করা এই ভিডিওচিত্র জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন রাষ্ট্র নিজেই মানবাধিকার লংঘনের অপরাধে জড়িয়ে পড়েছে। কারণ, সরকারের লোকেরারাই অপরাধ করছে। তাই গুম হওয়া ব্যক্তিরা কোথায় গেলেন, তা সরকারকেই বলতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, ২৭ আগস্ট নয়া পল্টনের বাসা থেকে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হয়েছেন। সন্দেহ করা হচ্ছে তাকেগুম করা হতে পারে। তিনি বলেন, মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সারাদেশে ৩৮৪ জন মানুষ গুমের শিকার হয়েছেন। আর আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী, একই সময়ে গুম হয়েছে ৫৩৯ জন। কিন্তু প্রকৃত সংখ্যাটি আরও বেশি। সেটি এক হাজারেরও বেশি হতে পারে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
×