ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীন-শেবাগ-ক্লার্কদের অভিনন্দনে সিক্ত বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৬, ৩০ আগস্ট ২০১৭

শচীন-শেবাগ-ক্লার্কদের অভিনন্দনে সিক্ত বাংলাদেশ

জনকণ্ঠ রিপোর্ট ॥ ঘরের মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সাকিব আল হাসান একধাপ এগিয়ে বলেছিলেন, আমরা ঘরের মাঠে প্রায় অপরাজেয়। মিরপুর টেস্টে সেটি হাড়ে হাড়ে টের পেল অস্ট্রেলিয়া। বুধবার টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে টাইগারদের। অজিদের বিপক্ষে পাওয়া প্রথম জয়ে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি তারকাদের অভিনন্দনে ভাসছে মুশফিকুর রহীমের দল। টুইটারে সবাই অভিনন্দন জানাচ্ছে। শচীন টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক ও আরও অনেক সাবেক তারকা ক্রিকেটারদের অভিনন্দনে সিক্ত হলেন মুশফিকরা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের কথা মনে করিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। পরদিন বাংলাদেশের জয়। তার মতে এ জয় টেস্টকে আরও সমৃদ্ধশালী করেছে, ‘দুই দিনে দুটি চমকে দেওয়া জয়। বাংলাদেশের টাইগারদের উজ্জীবিত পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট সমৃদ্ধ হচ্ছে।’ ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ অভিনন্দন জানালেন মুশফিকদের, ‘শাবাশ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে দারুণ প্রচেষ্টা।’ শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান রাসেল আর্নল্ড টুইটারে লিখেছেন, ‘দুর্দান্ত বাংলাদেশ। চমৎকার টেস্ট জয়ে অভিনন্দন। খুব লড়েছ তোমরা। তোমাদের এ কৃতিত্বে অনেক খুশি।’ অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডেরও অভিনন্দন পেয়েছে বাংলাদেশ। টেস্ট হারের পর প্রতিপক্ষ দেশকে শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসানের উদযাপনের একটি ছবি পোস্ট করেছে তারা। বাংলাদেশের প্রশংসা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইট, ‘টাইগাররা জিতেছে। কী দারুণ ম্যাচ! ধ্রুপদী একটা ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতলো বাংলাদেশ।’ কষ্ট নিয়ে টুইট করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, ‘অভিনন্দন বাংলাদেশ। আমি এমন টুইট করতে চেয়েছিলাম না। কিন্তু যারা কৃতিত্বের দাবিদার তাদের দিতেই হবে।’ শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনে ঐতিহাসিক এ টেস্ট জয়ের পর বাংলাদেশের প্রশংসা করেছেন, ‘খুব ভালো খেলেছে বাংলাদেশ। ঐতিহাসিক এক টেস্ট জিতলো তারা। খুব ভালো টেস্ট ম্যাচ।’
×