ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব-তামিমের ৫০তম ম্যাচে বাংলাদেশের-অস্ট্রেলিয়া বধ

প্রকাশিত: ২১:০১, ৩০ আগস্ট ২০১৭

সাকিব-তামিমের ৫০তম ম্যাচে বাংলাদেশের-অস্ট্রেলিয়া বধ

অনলাইন রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে সাকিব-তামিমের ৫০ তম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২০ রানে। তামিম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭১ ও ৭৮ রান করে। অপর দিকে সাকিব দুই ইনিংসে ১০ টি উইকেট পেয়েছেন। তা ছাড়াও প্রথম ইনিংসে করেন ৮৪ রান। গতকাল অস্ট্রেলিয়া ২৬৫ রানের জয়ের লক্ষে ২য় ইনিংসে অধিনায় স্মিথ ও ওয়ার্নারের দৃড়তায় ২ উকেট হারিয়ে ১০৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে। আজ চতুর্থ দিনে ওয়ার্নার সেঞ্চুরি করলেও শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। বাংলাদেশর তিন স্পিনার সাকিব, তাইজুল ও মিরাজ অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেয় ২৪৪ রানে। সেই সুবাদে প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায় ২০ রানে। বাংলাদেশ ২০ রানে অস্ট্রেলিয়া বধের ক্ষনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি স্টেডিয়ামে গিয়ে উপভোগ করেছেন। বাংলদেশের ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর আগমনকে জয়ের মাধ্যমে স্বাগত জানালেন। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
×