ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্মিথকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন সাকিব

প্রকাশিত: ১৮:২৭, ৩০ আগস্ট ২০১৭

স্মিথকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন সাকিব

অনলাইন ডেস্ক ॥ গতকাল ১৪ রানে জীবন পাওয়া ওয়ার্নার আজ তুলে নিলেন এশিয়াতে নিজের প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বিপদজনক সেই ওয়ার্নারকে ফেরালেন সাকিব আল হাসান। সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়া ওয়ার্নারকে আউট ঘোষণা করেন আম্পায়ার আলিম দার। পরে রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি অসি ওপেনারের। সাজঘরে ফেরার আগে ১৩৫ বলে ১৬ চার ১ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। তার আউটের ফলে স্টিভেন স্মিথের সঙ্গে ১৩০ রানের জুটি ভেঙেছে। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৯তম সেঞ্চুরি। উপমহাদেশে মাটিতে প্রথম সেঞ্চুরি। শতরান পূরণ করতে ১২১ বল মোকাবিলা করে ১৫ চার ও ১টি ছক্কা হাঁকান অসি ও ওপেনার। প্রথম ইনিংসে ৮ রানে আউটের পর দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন ওয়ার্নার। গতকাল ৭৫ রানে অপরাজিত থাকার পর আজ সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসের ৩৯ তম ওভারের তাইজুলের করা প্রথম বলে ডাবলস নিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ২৮ রানে ২ উইকেটের পর আর কোনো বিপদ ছাড়াই ১০৯ রানে গতকাল দিন শেষে করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয়ের পয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়া দলের দুই বিশ্বমানের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। জয়ের জন্য চতুর্থ দিনে দেড়শ অনেক বড় রান। ওয়ার্নার-স্মিথের ভয়ঙ্কর জুটি ভাঙলেই বিপর্য় আসতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে লাইনআপে। চতুর্থ দিনের শুরুতে তাদের মূল্যবান উইকেট দ্রুত পতনের প্রত্যাশা থাকবে টাইগার সমর্থকদের।
×