ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিন

প্রকাশিত: ০৮:১৪, ৩০ আগস্ট ২০১৭

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিন

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এছাড়া জাতিংসঘের ত্রাণকর্মীদের রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস। বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে ত্রাণকর্মীদের প্রবেশ কড়াকাড়িভাবে বন্ধ রেখেছে মিয়ানমার কর্তৃপক্ষ। কিন্তু এ মুুহূর্তে সেখানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য জরুরী চিকিৎসা ও মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য জাতিসংঘের ত্রাণকর্মীদেও সেখানে প্রবেশ ও নিরাপদে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ইউএনএইচসিআর। বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্য থেকে বিপুলসংখ্যক মানুষ এখন বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। তাদের মধ্যে অনেক মারাত্মকভাবে জখম হওয়া লোকজনও আছেন। এরই মধ্যে গত কয়েকদিনে ৫ হাজার ২০০ রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে আহত অনেকের জরুরী চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। ইউএনএইচসিআরও তাদের সহায়তা দিচ্ছে।
×