ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজে সমতা আনল ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৮:০৭, ৩০ আগস্ট ২০১৭

সিরিজে সমতা আনল ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম টেস্টটি ছিল দিবারাত্রির। মাত্র তিনদিনেই ইনিংস ও ২০৯ রানে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্যারিবীয়রা এবার চমক দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছে। বার্মিংহামের দুঃখ সফরকারীরা ঘুচিয়েছে হেডিংলিতে হওয়া দ্বিতীয় টেস্টে। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা এসেছে। ৩২২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে মাত্র ৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। ম্যাচের শেষদিন মঙ্গলবার আরও ৩১৭ রান করা বেশ কঠিনই ছিল তাদের জন্য। কিন্তু ইংলিশদের বিস্ময় উপহার দিয়ে হতাশ করেছে তারা। আর এ অবিস্মরণীয় জয়ের পেছনে মূল অবদান রেখেছেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও শাই হোপ। তৃতীয় উইকেটে তারা ১৪৪ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। ব্রেথওয়েট ১২ চারে ৯৫ রান করে বিদায় নিলেও সেঞ্চুরি হাঁকান শাই হোপ। প্রথম ইনিংসে ১৪৭ করা এ তরুণ এবারও শতক হাঁকিয়ে অপরাজিত থেকেছেন ১১৮ রান করে। ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও জয় পাওয়াটা বেশ অসম্ভবই ছিল। কিন্তু জারমেইন ব্ল্যাকউডের ৪৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করা ৪৫ রানের ঝড়ো ইনিংসে সেই জয় সহজ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটে ৩২২ রান তোলে তারা।
×