ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইইউ থেকে অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনার চুক্তির খসড়া চূড়ান্ত

প্রকাশিত: ০৭:৫৪, ৩০ আগস্ট ২০১৭

ইইউ থেকে অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনার চুক্তির খসড়া চূড়ান্ত

কূটনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবস্থানরত অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনা সংক্রান্ত চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঢাকায় মঙ্গলবার বাংলাদেশ ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে এই চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান ও ইউরোপিয়ান কমিশনের এশিয়া প্যাসিফিক বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পলা পামপোলানি ও স্বরাষ্ট্র বিভাগের মহাপরিচালক লোরেন্ট মাসতেন। ঢাকা সফররত ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে আলোচনার মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর চূড়ান্ত হয়। এর ফলে অনিয়মিত বাংলাদেশীদের ফিরিয়ে আনা সহজ হবে। আগামী দুই মাসের মধ্যে এটি স্বাক্ষরিত হবে। ইউরোপে অব্যাহতভাবে বাড়তে থাকা শরণার্থীর চাপ সামলাতেই এ উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
×